স্পোর্টস ডেস্ক : গত সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাংলাদেশের নতুন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব এর। জীবনের প্রথম ম্যাচেই ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট পান। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন দিল্লির টি-টোয়েন্টিতে। এখানেও সাফল্য। ৩ ওভারে ২২ রানে ২ উইকেট শিকার।
ক্যারিয়ারের শুরুটা বেশ ভালই হলো লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। সামনের সময়ে ধারাবাহিকতা দেখাতে চান এই তরুণ। ভারতকে ৭ উইকেটে হারানোর পর দিল্লি থেকে রাজকোটের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে চলতি সিরিজ এবং নিজের ক্যারিয়ার নিয়ে আলাপচারিতায় রঙিন স্বপ্নের কথা শোনালেন আমিনুল ইসলাম বিপ্লব।
এসএমএ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, “ভারত বড় দল। অনেক ভালো দল। আমাদের আত্মবিশ্বাসের জন্য ওদের বিপক্ষে জেতাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সবাই দারুণ চেষ্টা করেছে, আমরা জিতেছি। সবাই খুব খুশি।প্রথম ম্যাচটা জিতেছি আমরা। এখন লক্ষ্য দিন দিন আরও উন্নতি করা। পরের ম্যাচে যদি ভালো খেলতে পারি তাহলে জিতব ইনশাল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


