 ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর জ্যেষ্ঠ পুত্র ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র বৃহস্পতিবার পর্তুগালের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে অভিষেক করেছেন। তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশনস কাপ টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে ২–০ গোলে জয়ী ম্যাচে মাঠে নামেন এই ১৫ বছর বয়সী উইঙ্গার।
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর জ্যেষ্ঠ পুত্র ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র বৃহস্পতিবার পর্তুগালের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে অভিষেক করেছেন। তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশনস কাপ টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে ২–০ গোলে জয়ী ম্যাচে মাঠে নামেন এই ১৫ বছর বয়সী উইঙ্গার।
ক্রিস্টিয়ানো জুনিয়র ম্যাচের ৯০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। ম্যাচে আগে স্যামুয়েল তাভারেস (স্পোর্টিং একাডেমি) ও রাফায়েল কাবরাল (ব্রাগা একাডেমি) পর্তুগালের হয়ে দুটি গোল করেন।
অ্যান্টালিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল শনিবার ওয়েলসের সঙ্গে এবং মঙ্গলবার ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি হবে।
‘ক্রিশ্চিয়ানিহো’ নামে পরিচিত এই তরুণ ফরোয়ার্ড আগে অনূর্ধ্ব-১৫ দলে সফল সময় কাটিয়েছেন। গত মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে তিনি পর্তুগালের হয়ে প্রথমবার জাতীয় জার্সি পরেছিলেন এবং ফাইনালে স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গোল করে নজর কাড়েন (ফল: ৩–২)।
বাবার মতো তিনিও এখন সৌদি আরবের আল নাসর ক্লাবের যুব একাডেমিতে খেলছেন। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের বয়সভিত্তিক দলে সময় কাটিয়েছেন রোনালদো জুনিয়র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


