বিনোদন ডেস্ক : রবিবার সন্ধ্যায় পরিণতি পেলো শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের প্রেম। শ্বেতার সিঁথিতে সিঁদুর পরিয়ে জীবনসঙ্গীনি করে নিলেন রুবেল। সন্ধ্যা ৭টায় ছিল তাদের বিয়ের লগ্ন। বিয়ে হয়েছে বৈদিক মতে। নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে এক হয়েছে চার হাত।
জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেটে প্রথম আলাপ শ্বেতা এবং রুবেলে। সেই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন দু’জনে। কিন্তু ধারাবাহিকে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে পরস্পরকে মন দিয়ে ফেলেছেন, সেটা অনেক দিন পর্যন্ত আড়ালেই রেখেছিলেন রুবেল-শ্বেতা। শুরুর দিকে প্রেমের কথা প্রকাশ্যে আনেননি দু’জনের কেউই। এমনকী জিজ্ঞেস করলেও এড়িয়ে যেতেন তারা। তবে ইন্ডাস্ট্রিতে প্রেমের খবর যে চাপা থাকে না। শ্বেতা এবং রুবেল মুখে কিছু না বললেও, অনুমান যে ভুল নয় তা প্রমাণ হয়ে যায় কয়েক মাস পরেই।
সামাজিমাধ্যমে নিজেদের নানা মুহূর্তের ছবি তুলে ধরেন শ্বেতা-রুবেল। দু’জনেরই নাচ হল প্যাশন। ফলে একসঙ্গে বহু বার নাচের ভিডিও পোস্ট করেছিলেন তারা। গেলো বছর মাঝামাঝি সময় থেকেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল। কিন্তু বিয়ের তারিখ নিয়ে দু’জনের মুখ খোলেননি কেউই। বিয়ে পিছিয়ে গিয়েছে, মাঝে এমন গুঞ্জনও উঠেছিল। তবে সমস্ত জল্পনা আর গুঞ্জনে জল ঢেলে বিয়ে করলেন দু’জনে। রীতি মেনে শ্বেতার সিঁথি রাঙালেন রুবেল। আর বৈদিক নিয়ম অনুসরণ করে রুবেলের কপালেও সিদুঁরের টিকা এঁকে দিলেন শ্বেতা। সাতজন্মের বন্ধনে বাঁধা পড়লেন দু’জনে।
শ্বেতা এবং রুবেলকে বর-কনের সাজে এর আগে পর্দায় বহুবার দেখেছেন দর্শক। তবে পর্দা আর বাস্তব তো এক নয়। তাই পর্দার জনপ্রিয় জুটিকে বাস্তবে বিয়ের সাজে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। অবশেষে অপেক্ষার অবসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।