আন্তর্জাতিক ডেস্ক: যে সমস্ত পর্যটকরা টাইগার হিল (Tiger Hill, Darjeeling) ঘুরতে যাচ্ছেন তাদের জন্য ভাল খবর শুনিয়েছে রাজ্য সরকার। এতদিন টাইগার হিল যাওয়া বেশ এক ঝামেলার বিষয় ছিল। কুপনের সমস্যায় জেরবার হতে হতো সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের। কিন্তু এবার সেই বিষয়টি প্রশাসনের নজরে এসেছে।
টাইগার হিল যাওয়ার কুপন নেওয়ার সমস্যার সমাধান হল। বহু মানুষই ইচ্ছে থাকলেও যেতে পারতেন না সেখানে। আসলে টাইগার হিলে যাওয়ার জন্য লম্বা লাইন লাগতো কুপন নেওয়ার। অনেকেই পেতেন না সেই কুপন, ফলে খালি হাতেই ফিরে আসতে হতো। কিন্তু পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেই সমস্যার সমাধান সম্ভব হয়েছে। `
টাইগার হিল যেতে গেলে দার্জিলিং (Darjjeling) সদর ট্রাফিক গার্ড থেকে কুপন নিতে হত গাড়ি চালকদের। কিন্তু এবার থেকে বাতাসিয়া এলাকাতেও কুপন পাওয়া যাবে। সেজন্য প্রাথমিকভাবে ৫০ টি গাড়ির জন্য কুপন দেওয়া হবে বাতাসিয়ার কাছে জোড়বাংলো ট্রাফিক গার্ডের তরফে। আগামী সময়ে আরও কিছু ট্রাফিক গার্ড থেকেও টাইগার হিল যাওয়া কুপন বিলি করা হবে।
উল্লেখ্য যে, দার্জিলিং সদর ট্রাফিক গার্ড থেকে রোজ ২৫০ টি গাড়ির টাইগার হিলে যাওয়ার জন্য কুপন পেত এতদিন। এবার এর সাথে জোড়বাংলো ট্রাফিক গার্ড থেকে বাড়তি আরও ৫০ টি কুপন মিলবে। এই সিদ্ধান্তের ফলে বেশ খুশী হবেন পর্যটকরা। যাওয়ার আগের দিন কাল ৮ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত এই কুপন নিতে হবে। কুপন নিতে পারেন শিলিগুড়ি, দার্জিলিং ও সিকিম নম্বরের গাড়ি চালকেরা। তবে প্রাইভেট নম্বরের গাড়ির চালকেরা কুপন পাবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।