আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের ব্যালমোরাল দুর্গের সামনে ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে সকালে হাঁটতে বের হন। তখন তিনি এক দল মার্কিন পর্যটককে বোকা বানান। প্রায় ৩০ বছর রাজপরিবারে নিরাপত্তার দায়িত্বে থাকা রানীর ব্যক্তিগত রক্ষী রিচার্ড গ্রিফিন-ই একটি ব্রিটিশ ট্যাবলয়েডের কাছে এই খবর ফাঁস করেছেন।
৫০ হাজার একর জমির ওপরে তৈরি স্কটিশ এই দুর্গে গ্রীষ্মের ছুটি কাটানোর রীতি রয়েছে রাজপরিবারে। সেই সময়ে রানীকে পরিচিত রংবেরঙের গাউন পরতে দেখা যায়না । মাথায় থাকেনা বাহারি টুপি। এই সময়টাতে সাদামাটাভাবেই ছুটি কাটাতে পছন্দ করেন রানী। সেই মতো এবারও অতি সাধারণ পোশাক পরে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। রানী রাস্তায় এক দল মার্কিন পর্যটকের মুখোমুখি হন। এরপর ওই পর্যটকদের দলটি বলেন, শুনেছি ব্রিটেনের রানী এখানে মাঝেমধ্যে এসে থাকেন। উনি কি কাছেই থাকেন? আপনি কি কখনও ওনাকে দেখেছেন? এ কথা শুনে তখন সরস রসিকতা করার সুযোগ ছাড়েননি রানী, ব্যক্তিগত রক্ষী রিচার্ড গ্রিফিন-ই।
সূত্র : ডেইলি এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।