স্পোর্টস ডেস্ক : নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুই ওভারের ব্যবধানে মোসাদ্দেক হোসেন ও মুশফিকুর রহিম বাবর আজমের ক্যাচ ছেড়েছেন। অন্যরাও আশানুরূপ ফিল্ডিং করতে পারছেন না।
বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে ভালো করলেও সেমিফাইনালে ওঠা হয়নি বাজে ফিল্ডিংয়ের কারণে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডেভিড ওয়ার্নার জীবন পেয়ে সেঞ্চুরি করে বেরিয়ে যান। ভারতের রোহিতও তাই। শুক্রবার লর্ডসে তিন নম্বরে নামা বাবর আজম সেঞ্চুরি (৯৬) না করলেও দলকে বড় স্কোরের ভিত গড়ে দিয়ে গেছেন।
বাবর ওয়ানডেতে ‘ভয়ংকর’ ব্যাটসম্যানদের একজন। গড় ৫০’র ওপরে। চলতি আসরেও দারুণ ছন্দে আছেন। আগের সাত ম্যাচে করেছেন ৩৭৮ রান।
শুধু দৃষ্টিনন্দন শটে নয়, টেকনিকেও বেশ দক্ষ তিনি। পেস-স্পিন সব ধরনের উইকেটে দ্রুত মানিয়ে যান।
এমন একজন ব্যাটসম্যানকে প্রথম ‘জীবন’ দেন মোসাদ্দেক। মোস্তাফিজকে স্কয়ারকাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন বাবর। মোসাদ্দেক ভালো পজিশনে থেকেও তালুবন্দী করতে ব্যর্থ হন। এটি ছিল ২৬তম ওভারের ঘটনা।
পরের ওভারে আবার তিনি বেঁচে যান। এবার বোলার ছিলেন মোসাদ্দেক। তাকে ডিফেন্স করতে গিয়ে কানায় লাগান। মুশফিক একটু ক্ষিপ্রতা দেখাতে পারলে ক্যাচটি নিতে পারতেন।
বাবর শেষ পর্যন্ত বিদায় নেন ৩২তম ওভারের শেষ বলে। সাইফউদ্দিনের দেখার মতো এক ইয়র্কারে এলবিডব্লিউ হন। আম্পায়ার আউট দিলে বাবর রিভিউ নেন। কিন্তু এবার আর বাঁচতে পারেননি।
ফেরার আগে অবশ্য দলকে ভালো অবস্থানে রেখে যান, ১৮৭/২। ৯৮ বলের ইনিংসে ১১টি চারে ৯৬ করেন।
সংক্ষিপ্ত স্কোর : ৪৪ ওভারে ২৫৭/৫
খেলাটি সরাসরি লাইভ দেখতে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।