বিনোদন ডেস্ক : ঢাকাই শোবিজে এমনটা সচরাচর দেখা যায় না। এখানে সাধারণত একে-অপরকে দামি (অর্থমূল্যে) সব উপহার দেন। তাতে উচ্ছ্বাসও হয় পরষ্পরের। সেই চাকচিক্যের ভিড়ে যখন কেউ সহকর্মীর জন্য নিয়ে আসেন বই, তখন বিষয়টা চোখে-মনে লেগে থাকার মতো।
এমনই মুগ্ধকর ঘটনার জন্ম দিয়েছেন নির্মাতা-অভিনেতা জিয়াউল হক পলাশ। নিজের পছন্দের একটি বই তিনি উপহার দিয়েছেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খানকে। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে যে শ্রদ্ধা ও ভালোবাসার যে সম্পর্ক গড়ে উঠেছে, তা প্রকাশ্যে এলো এই বই উপহারের মাধ্যমে।
ঘটনা একটু পরিষ্কার করা যাক। সম্প্রতি ‘এভাবেও ফিরে আসা যায়’ নামে একটি নাটকের শুটিং হয়েছে রাজধানীতে। আশিকুর রহমানের নির্মাণে এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউয়াল হক পলাশ, আহমেদ হাসান সানি প্রমুখ। গল্পের প্রয়োজনে শুটিং ছিল রাতে। ফলে নির্জন শহরে তারা লাইট-ক্যামেরা-অ্যাকশনের ফাঁকে মুখর হয়েছিলেন গল্পে, স্মৃতিকথায়।
এরপরের ঘটনা শোনা যাক তারিক আনাম খানের ভাষ্যে। তিনি বললেন, “পলাশের সঙ্গে আমার এটা তৃতীয় কাজ। প্রথম ছিল ‘আপন’ দ্বিতীয় ‘সাদা প্রাইভেট’, এবার করলাম ‘এভাবেও ফিরে আসা যায়’। এই নাটকে কবিতার উপস্থিতি আছে, আছে জীবনানন্দ দাশ। আমরা বিস্ময়কর কবি জীবনানন্দকে নিয়ে অনেক কথা বলেছি রাতের ঘোরে শুটিং করতে করতে। হঠাৎ পলাশ বলল ‘ভাইয়া আপনাকে আমি জীবনানন্দকে নিয়ে লেখা শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’ বইটা উপহার দিতে চাই।’ সত্যিই নিয়ে এলো পর দিন!”
বইয়ের ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে তারিক আনাম খান আরও বলেছেন, “ভালোবাসার উষ্ণতা ভরা পলাশের স্বহস্তে লেখা, সঙ্গে তার স্বাক্ষর। পলাশের জানার আগ্রহ, পড়া, ছবি দেখা, শোনা আর ভাবা আমাকে আনন্দিত করে। পড়তে শুরু করেছি ‘একজন কমলালেবু’। দারুণ সুন্দর শুরু। ধন্যবাদ পলাশ। তোমার ভালবাসার উষ্ণতা আমাকে স্পর্শ করে।”উপহারদাতার মন্তব্যটা আরও বেশি আবেগপূর্ণ। তারিক আনাম খানের উদ্দেশে পলাশ তার ফেসবুক দেয়ালে লিখলেন, ‘আপনার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা আমার কাছে সবসময়ই স্মরণীয় যাত্রার মতো। মুহূর্তগুলোকে আগলে রাখার মতো। তবে এবার কাজ করতে গিয়ে আপনাকে আরও বেশি সময় পাওয়ার সৌভাগ্য হয়েছিলো। আপনার প্রতি মোহগ্রস্ত হয়েছিলাম আমরা সকলেই। আমার এই নিদারুণ উপহারকে আপনি যেভাবে গ্রহণ করলেন, এই প্রাপ্তি আমি আবেগ দিয়ে আগলে রাখবো। ধন্যবাদ আপনাকে।’প্রসঙ্গত, ‘এভাবেও ফিরে আসা যায়’ নাটকে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা। বুম ফিল্মসের ব্যানারে নির্মিত এই নাটক আসন্ন ঈদুল আজহায় প্রচার হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।