জুমবাংলা ডেস্ক : রাজধানীর পল্টনে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু (২৮) ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপরদিকে একই মামলায় গ্রেফতার যুবদলের দুই কর্মী লিয়ন হক (৩০) ও মো. আজাদকে (২৮) তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২১ নভেম্বর) তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় পল্টন থানায় বিস্ফোরক আইনে করা মামলায় কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
অপরদিকে একই মামলায় লিয়ন ও আজাদকে দশ দিনের রিমান্ডের আবেদন করেন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার (২১ নভেম্বর) ভোরে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ১২ নভেম্বর রাজধানীর পল্টন, মতিঝিলসহ বিভিন্ন থানা এলাকায় ১১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা করা হয়। পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা ৪টি মামলার তদন্ত করছে গোয়েন্দা মতিঝিল বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।