জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বেনুর সমর্থক ও এখানকার আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী কদম আলী মাতব্বরের সমর্থকদের মধ্যে হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল পৌনে ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বেনু বলেন, পল্লবী মহিলা ডিগ্রি কলেজে ও পল্লবী মডেল স্কুল কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমার নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে। আমার সমর্থকদের ওপর হামলা ও বাধা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পল্লবী মহিলা ডিগ্রি কলেজের সহকারী প্রিজাইডিং অফিসার মো. লিয়াকত আলী বলেন, সকাল থেকে এখানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কিছুক্ষণ আগে হট্টগোলের আওয়াজ শুনেছি। কিন্তু বাইরে আসলে কী হয়েছে বলতে পারি না।
এ ব্যাপারে জানতে চাইলে পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব কুমার বলেন, সংঘর্ষ হওয়ার আগেই আমরা এখানে এসে পৌঁছেছি। দুপক্ষকে সরিয়ে দিয়েছি। এখন পরিবেশ স্বাভাবিক আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



