জুমবাংলা ডেস্ক : পশুপাখিদের মজার সব ছবির মধ্য থেকে প্রতিবছর কয়েকটিকে ‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ দেয়া হয়৷ ছবিঘরে ২০১৯ সালের সেরা ছবিগুলোর কয়েকটির কথা থাকছে৷
কে, আমি?
ভোঁদরটি কি এমনটাই বলার চেষ্টা করছে? হবে হয়তো! অনেক আলোকচিত্রীর তোলা ছবিতে পশুপাখিদের এমন হাসি পাওয়া কিংবা ভালো লাগা ভঙ্গিতে দেখতে পাওয়া যায়৷ এসব ছবির মধ্য থেকে কয়েকটিকে প্রতিবছর ‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ দেয়া হয়৷ সম্প্রতি ২০১৯ সালের অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে৷ হ্যারি ওয়াকারের তোলা ভোঁদরের এই ছবিটিও তার মধ্যে আছে৷
কপাল খারাপ
আহারে সারস বেচারা! এমন সময় এমন জায়গায় কেউ দাঁড়ায়? আর গণ্ডারটাও যে কী! হিসু করার আগে একটু পেছনে তাকাবে না! ছবিটি তুলেছেন তিলকরাজ নাগারাজ৷
দোস্ত, তোর সমস্যা কী?
এটা কি বন্ধুত্বের, নাকি শত্রুতার ছবি? যে যার মতো করে বুঝে নিন৷ ছবিটি তুলেছেন মার্কিন আলোকচিত্রী থমাস ম্যাঙ্গেলসেন৷
চিন্তামগ্ন
ওর নাম ‘স্নো মাঙ্কি’৷ কারণ, এই বানরেরা জাপানের এমন জায়গায় থাকে যেখানে বছরের কয়েক মাস বরফ থাকে৷ আলোকচিত্রী জেমা গার্সিয়া লাসেকা ছবিটির নাম দিয়েছেন ‘টু বি অর নট টু বি?’৷
চিৎকার করার দরকার নেই, প্রিয়
ছবির নাম ‘পারিবারিক কলহ’৷ এমন দৃশ্যের সঙ্গে মোটামুটি আমরা সবাই পরিচিত৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, এর মধ্যে আপনি কোন পাখিটি?
এ কেমন ঝগড়া
এই দুই মাদি খেঁকশিয়াল কী করছে! আলোকচিত্রী অ্যালেস্টার মার্শ বলছেন, তিনি যখন ছবিটি তোলেন তখন শেয়াল দুটি ঝগড়া করছিল৷
সূত্র : ডয়চে ভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।