আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরের উত্তরে সোমবার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনা ও পুলিশ বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে তিনি নিহত হন।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনীর বন্দুক হামলার শিকার হওয়ার পর জেনিন সরকারি হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্র তার নাম ধিরার রিয়াদ আল-কাফরিনি বলে জানায়।
গত মার্চ থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫৫ ফিলিস্তিনি নাগরিক নিহত হন। এদের অধিকাংশ পশ্চিম তীরের।
একই সময়ে প্রধানত ফিলিস্তিনি নাগরিকদের হামলায় ১৯ জন নিহত হন। এদের অধিকাংশ ইসরাইলি বেসামরিক নাগরিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।