আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে বাংলায় ভোটের প্রচারে এসে সারদা-কাণ্ড নিয়ে বারবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এক ধাপ এগিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করলেন, কেন্দ্রে তারা ক্ষমতায় ফিরলে ৯০ দিনের মধ্যে সারদা-কাণ্ডের বিচার হবে এবং দোষী নেতাদের জেলে পাঠানো হবে। কেন্দ্রে ৫ বছর সরকার চালিয়ে সারদা তদন্তের কী হাল হলো, পত্রপাঠ শাহকে সেই প্রশ্ন ফিরিয়ে দিয়েছে তৃণমূল এবং সিপিএম। আনন্দ বাজার
বুধবার হাওড়ার সভায় সারদা-কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘চিট ফান্ডের দুর্নীতিতে বাংলায় ২৫-৩০ হাজার কোটি টাকা খেয়ে গিয়েছে গরিবের টাকা। মমতা দিদি থাকলে এদের সাজা হবে কি? হবে না। বিজেপি ক্ষমতায় এলে ৯০ দিনের মধ্যে এদের সিধে করা হবে!’’ কল্যাণীতেও একই কথা বলেছেন শাহ।
অমিত শাহ বলেন, আগামী ২৩ তারিখ ভোট গণনা। বাংলা থেকে ২৩ টি আসন বিজেপি দখল করবে। বাংলায় আইনশৃঙ্খলার হাল বেহাল, বোমার আওয়াজে রবীন্দ্রসঙ্গীতের সুর চাপা পড়ে গিয়েছে, কবর দেয়া হয়েছে সেই শুর। শুধু বোমার কারখানা হয়েছে। অভিযোগেরই পুণরাবৃত্তি এ দিন শোনা গিয়েছে শাহের গলায়।
সারদা-কাণ্ডে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ ভেদ করার জন্য সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল ২০১৪ সালের লোকসভা ভোটের আগে। সেই কথা মনে করিয়ে দিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, গত ৫ বছরে অন্তত ১০ বার নানা নির্বাচনের সময়ে এই কুমির ছানা বিজেপি দেখিয়েছে এবং মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরাই চিট ফান্ডের দুর্নীতির সঙ্গে যুক্তদের গ্রেফতার করেছি। বিজেপি জবাব দিক, এতো দিন এই ঘটনায় দোষীদের সিবিআই গ্রেফতার করতে পারেনি কেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।