আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া জানিয়েছে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নতুন নতুন যে সমস্ত অস্ত্রের চালান পাঠিয়েছে তার বিরাট অংশ তারা ধ্বংস করে দিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির সঙ্গে বৈঠক করেন তখনই রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা অস্ত্র ধ্বংসের এই তথ্য জানানো হয়। খবর পার্সটুডে’র।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর ন্যান্সি পেলোসি হচ্ছেন আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যিনি কিয়েভ সফর করছেন। পেলোসি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। শনিবার প্রতিনিধিদলটি ইউক্রেনে পৌঁছায়।
ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কি সঙ্গে বৈঠকে পেলোসি তার দেশের পক্ষ থেকে সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেন। তিনি বলেন, “আমাদের প্রতিনিধিদলের এই সফরের উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে এই বার্তা দেয়া যে, আমেরিকা শক্তভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার ওপর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা কয়েক হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।