জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে মৃত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনায় মিলাদমাহফিল শেষে খিচুড়ি-পোলাও খেয়ে ৪১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। প্রত্যেক রোগী ডায়ারিয়া ও বমি উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহেদি হাসান।
জানা যায়, বেলখুর গুচ্ছ গ্রামের ভিক্ষুক বজলুর রহমান গত সোমবার মারা যান। বজলুরের স্ত্রী হাজেরা বেগম, মেয়ে বিউটি ও তার জামাই সুলতান আশেপাশের গ্রামের মানুষদের কাছ থেকে সাহায্য নিয়ে গত শুক্রবার বেলখুর জামে মসজিদ ও বাকিরা জামে মসজিদে বজলুরের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও খিচুড়ি-পোলাও খাওয়ানোর আযোজন করেন। আশেপাশের তিন গ্রামের প্রায় ১ হাজার জনকে খিচুড়ি খাওয়ানো হয়। গতকাল শনিবার সন্ধ্যা থেকে তিন গ্রামের শতাধিক মানুষের ডায়ারিয়া ও বমি উপসর্গ দেখা দেয়। আজ রবিবার সকাল থেকে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক এক করে ৪১ জন রোগী আসে। তাদের মধ্যে রয়েছে ২০ জন নারী ৭ জন শিশু ও ১৪ পুরুষ।
হাসপালাতের কর্মকর্ত ডা. মেহেদি হাসান জানান, অতিরিক্ত গরমের মাঝে দুপুরবেলা গরম খিচুড়ি-পোলাও খাওয়ায় সবাই আক্রান্ত হয়েছে। তিনি বলেন, আমরা রোগীদের সব ধরনের চিকিৎসা সহায়তা দিচ্ছি। ভিক্ষুক বজলুরের স্ত্রী হাজেরা বেগম, মেয়ে বিউটি ও জামাই সুলতানও আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।