পাঁচের নিচে নামলো করোনা শনাক্তের হার

জুমবাংলা ডেস্ক: গত চব্বিশ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাস শনাক্তের হার পাঁচের নিচে নেমে এসেছে। চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ৪ দশমিক ৬৯ শতাংশ নামছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৬২ জনের দেহে। এ পর্যন্ত করোনার শনাক্ত ধরা পড়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনের দেহে। এর আগে সবচেয়ে কম শনাক্ত হার ছিল চলতি বছরের ৭ মার্চে। ওই দিন ৪ দশমিক শূন্য ৩ শতাংশ শনাক্ত হারের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, কোনো দেশে শনাক্ত হার টানা দুই সপ্তাহ ৫ শতাংশের নিচে থাকলে সেই দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা হয়।