বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর উৎসব ছাড়া বড় বাজেটের ঢাকাই সুপারস্টার শাকিব খানের সিনেমা দরদ মুক্তি পেল। সিনেমাটি উত্তর আমেরিকাসহ ২২টি দেশে মুক্তি পেয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে দরদ পাইরেসি হয়েছে। কারণ অন্তর্জালে দরদের যেসব সংস্করণ পাওয়া গেছে, সবকটিতেই ইংরেজি সাবটাইটেল ছিল।
পরিচালক ও প্রযোজক অনন্য মামুন বলেন, ‘সিনেমা এভাবে পাইরেসি হওয়া শুধু আমার একার জন্য নয়, পুরো ইন্ডাস্ট্রির জন্য কষ্টের। উৎসব ছাড়া এবং বিশ্বব্যাপী মুক্তি দিয়ে এমনটা হলো! পরে হয়তো কেউ আর বিশ্বব্যাপী মুক্তির সাহস পাবে না। কথা হচ্ছে, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকেই হোক, পাইরেসি থেকে ছবিকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার। কারণ এভাবে পাইরেসি হওয়া আমাদের এগিয়ে যাওয়া থামিয়ে দেবে। চলচ্চিত্র আমাদের আপকামিং গ্রোয়িং মার্কেট, পাইরেসি সেখানে বড় বাধা।’
দরদ সিনেমাটি যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্বে আছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, ‘কাজটা কে বা কারা করেছে, সেটা বের করতে হবে। তাদের পরিচয় প্রকাশ্যে এলে অন্যরাও সতর্ক হয়ে যাবে। আমরা এ পর্যন্ত ৪৮টি ছবি উত্তর আমেরিকায় এনেছি। এ ধরনের কোনো সমস্যার মুখোমুখি হইনি। আমরা প্রযোজনা সংস্থার কাছ থেকে আরও তথ্য চেয়েছি। সাত বছরের চেষ্টায় বিদেশে বাংলা ছবির বাজার তৈরি করেছি। যে কোনো মূল্যে এটা রক্ষা করব।’
অনন্য মামুন বলেন, ‘আমাদের ছবিটি পাইরেসি যে ধরনের হয়েছে, তাতে বুঝেছি, সাধারণ কোনো মানুষ করেনি, বড় চক্রই জড়িত। তারা এটা জানে, শাকিব খানের একটা ছবি ব্যাপক আলোচনা তৈরি করে। সামান্য কিছু টাকার জন্য এরা ইন্ডাস্ট্রিকে নষ্ট করতে চায়। এদের চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের দেশে সেই প্রযুক্তি আছে কি না জানি না, তবে তাদের সবার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।’
মধুমিতা প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমাদের প্রেক্ষাগৃহে যে কোনো ধরনের ব্যাগ নিয়ে ঢোকা নিষেধ। দেশের বাইরে যখন সিনেমা দেওয়া হবে,
কর্তৃপক্ষকেও পাইরেসির বিষয়ে সতর্ক করতে হবে। পাইরেসিতে অনেক বড় ক্ষতি হয়। পাইরেসি যদি হয়, আমাদের হলেও তো লোক আসবে না। দৃষ্টান্তমূলক শাস্তি একবার নেওয়া গেলে এসব বন্ধ হয়ে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।