যারা পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন তাদের Ear Popping সমস্যার মোকাবেলা করতে হয়। বিশেষ করে যখন প্লেন উপরে ওঠে অথবা মাটিতে ল্যান্ড করে ঠিক সে সময়ে কানের মধ্যে অস্বস্তি অনুভূতির সৃষ্টি হয়। মনে হয় যেন কান ব্লক হয়ে আসছে।
পরবর্তী সময়ে ব্যথার সমস্যার উদ্ভব হতে পারে। অধিক উপরে বায়ুচাপের পরিবর্তনের ফলে পরিবেশের যখন বায়ুর চাপের ভারসামহীনতা তৈরি হয় মূলত সেটার কারণেই কানের মধ্যে অস্বস্তির সৃষ্টি হয়।
Ear Popping সমস্যার সমাধানে কিছু টেকনিক অবলম্বন করে থাকেন বিমানের পাইলটরা। আপনি যদি হাই তোলেন তাহলে বায়ুর চাপের ভারসাম্যহীনতা কিছুটা কমে আসে। ওই সময় কানের ভেতর এবং বাইরের চাপ সমান হয়ে যায়।
কোন কিছু চিবানো এমন এক অভ্যাস যা পাইলটদের কানের ব্যথা উপশম করতে সহায়তা করে। এতে করে কানের চারপাশের জায়গাগুলি প্রসারিত হয় এবং বায়ুর চাপ সমান হয়ে যায়। বিমানে ওঠার পর চুইংগাম, ক্যান্ডি চিবিয়ে নিতে পারেন।
এর ফলে উচ্চতা পরিবর্তনের কারনে কানের মধ্যে অস্বস্তি বেশ কমে আসবে। এ টেকনিকটি আপনার চোয়ালের পিছনের পেশিকে নমনীয় করার ক্ষেত্রেও সহায়তা করবে। আপনি তরল কোন কিছু পান করতে পারেন।
যেমন পানি পান করার মাধ্যমে মুখের ভিতরে বাতাস প্রবেশ করে। আপনি যখন কোন কিছু গিলে ফেলেন তখন মুখের নড়াচড়ার কারণে অস্বস্তি কমে আসতে পারে। এই কৌশলটি ডিহাইড্রেশন সমস্যার সমাধানও করতে সক্ষম।
যদি আপনার ঠান্ডা, সাইনাসের সমস্যা থাকে অথবা কান বা নাকে কোন সংক্রমণ থাকে অথবা এ ধরনের কোন উপসর্গের লক্ষণ পেলে ঝুঁকি নিয়ে প্লেনে না উঠা ভালো। ঐ সময়ে সুস্থতার জন্য অপেক্ষা করাই ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।