জুমবাংলা ডেস্ক : পটিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক জসিম উদ্দিন খুন হয়েছেন। পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দারখীল গ্রামের তিতা গাজীর বাড়ি এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত জসিম গোবিন্দারখীল গ্রামের জহির আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই এলাকায় ইমনের কাছে জসিম তাঁর পাওনা ১৫০ টাকা চাইতে গেলে ইমন ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন জসিমকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রিদোয়ানুল হক বলেন, ‘যুবকটির বুক ও কোমরসহ শরীরের বিভিন্ন অঙ্গে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
স্থানীয় কাউন্সিলর আবদুল মান্নান বলেন, ‘ইমনের কাছে ১৫০ টাকা পেতেন জসিম। ওই টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।’
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে জসিম খুন হয়। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।