স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানকে ইনিংস এবং ৫ রানের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেলো স্বাগতিক অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব্রিসবেনে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নামে সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ২৪০ রানেই হারিয়ে বসে ১০ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ রান আসে আসাদ শফিকের ব্যাট থেকে। ১৩৪ বল থেকে ৭৬ রান করেন শফিক।
পাকিস্তানের ২৪০ রানের জবাবে ব্যাট করতে নামে অজি দল। মার্নাস ল্যাবুশেইন (১৮৫) এবং ডেভিড ওয়ার্নার (১৫৪) রানের সাহায্যে প্রথম ইনিংসে ৫৮০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
ফলে ৩৪০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে হয় পাকিস্তানের। রবিবার (২৪ নভেম্বর) ব্রিসবেনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। বাবর (১০৪) ও রিজওয়ান ( ৯৫) রান করলেও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড দেওয়া ৩৪০ রান টপকাতে ব্যর্থ হয় পাকিস্তান।
৩৩৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ইনিংস এবং ৫ রানের সহজ জয় দেখা পেয়ে যায় অস্ট্রেলিয়া। সেইসঙ্গে ২ ম্যাচের এই টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া।
প্রসঙ্গত, শুক্রবার অ্যাডিলেড ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।
ম্যাচ সেরা: মার্নাস ল্যাবুশেইন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।