স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে পাকিস্তান দলের ‘ক্রিকেট মানে’ হতাশা বলে মন্তব্য করে দেশটির সাবেক পেসার শোয়েব আখতার বলেছেন, টুর্নামেন্টে সেমিফাইনালের আশা ভুলে গিয়ে বরং গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সরফরাজ আহমেদের দলকে ভাল খেলা দরকার।
স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত ইতোমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পরও নিউজিল্যান্ড অনেকটাই নক আউট পর্ব নিশ্চিত করেছে।
এমন অবস্থায় শুক্রবার নিজেদের গ্রুপ পর্বে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ১৯৯২ চ্যাম্পিয়ন পাকিস্তান। সেমিফাইনালে যেতে এ ম্যাচে বাংলাদেশকে যে ব্যবধানে হারাতে হবে সেটা কোনোভাবেই সরফরাজের দলের পক্ষে সম্ভব নয়।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘চলতি বিশ্বকাপে খেলা ক্রিকেটের মান নিয়ে আমি সন্তুষ্ট নই। ক্রিকেটের মান অনেক নিচে নেমে গেছে। খুব সহজেই রান করা যাচ্ছে। ১৯৯০ এবং ২০০০ দশকের শুরুর দিকের পেস কিংবা স্পিন বোলারদের যে মান ছিল এখনকার বোলাররা সেই মানের নয়।’
তিনি আরও বলেন, ‘এখন তিনটি পাওয়ার প্লে এবং দুটি নতুন বলের ব্যবহার হচ্ছে, যা রান করতে সহজ করে দিয়েছে।’
নিউজিল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত করা বুধবারের ম্যাচ প্রসঙ্গে আখতার বলেন, ব্ল্যাকক্যাপরা ‘এ্যামেচারের’ মত খেলেছে।
তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের খেলার ধরনে আমি হতাশ হয়েছি। তারা কোনো প্রকার লড়াই না করে ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। তারা অ্যাচোরের মত খেলেছে। মানসম্পন্ন ক্রিকেট খেলেনি।’
এ ম্যাচে নিউজিল্যান্ড হারলেও তারাই সেমিতে যাচ্ছে। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের যে রান রেট দরকার সেটা অসম্ভব।
৪৩ বছর বয়সী আখতার মনে করেন এবারের বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের জন্য অন্য কাউকে নয়, পাকিস্তান দল নিজেরাই দায়ী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।