স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের সামনে দাড়াতেই পারেনি স্বাগতিকরা। গতকাল সিরিজজয়ী দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাওয়ালপিন্ডিতে অবিস্মরণীয় সিরিজ জয়ের পর বিসিবির কাছ থেকে মোটা অঙ্কের বোনাসও পেতে যাচ্ছেন দলে থাকা ক্রিকেটাররা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোনাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সাফল্য অর্জনের পর বাংলাদেশ ক্রিকেট দলকে উইনিং বোনাস দেওয়ার বিষয়টি নতুন কিছু নয়। গত জুনে সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসানের শেষ বোর্ড সভায় বোনাসের অঙ্ক বাড়ানোর পর বর্তমানে র্যাঙ্কিংয়ের ১ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জয়ের জন্য ১৫ সদস্যের দলের প্রত্যেক ক্রিকেটার বোনাস পান ৪ লাখ টাকা।
উল্লেখ্য, টেস্ট সিরিজ জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাংকিংয়ে বড় উন্নতি করেছে টাইগাররা। পাকিস্তানে সফরে যাওয়ার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাংকিংয়ে ৮ নম্বরে ছিল বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে এক ধাপ উপরে ওঠে টাইগাররা, আর দ্বিতীয় টেস্ট জিতে এক লাফে ৪ নম্বর স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।