পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান

ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানজুড়ে আজ রবিবার বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। শনিবার রাতে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। একে ছিনিয়ে আনতে হয়। এর জন্যে ত্যাগ স্বীকার করতে হয়।’ খবর দ্য গার্ডিয়ানের।
ইমরান খান
তিনি সমর্থকদের প্রতি রবিবার দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রাখার এবং অবিলম্বে নির্বাচনের জন্যে বুধবার প্রচারণায় ফিরে আসার আহ্বান জানান। এর আগে, আল কাদির ট্রাস্ট মামলায় ১৫ দিনের জামিনে মুক্ত হওয়ার পরদিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইমরান খান। ভাষণে তিনি দেশটির সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন। এসময় ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে দেশটির সেনাবাহিনী নৃশংসতা চালিয়েছিল বলেও উল্লেখ করেন।

শনিবার লাহোরের বাসভবন থেকে দলের নেতাকর্মী ও জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান। তার ভাষণ দেশটির কোনো টিভিতে সম্প্রচার করা হয়নি। এ সময় তিনি তার মুক্তির দাবিতে বিক্ষোভের সময় ভাঙচুর, সহিংসার স্বাধীন তদন্তেরও আহ্বান জানান। তিনি এতে তার দলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

সুখবর পেলেন আরব আমিরাত প্রবাসীরা