ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী।
পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার বিষয়ক কমিটির বৈঠকে বৃহস্পতিবার অতিরিক্ত সচিব সালমান চৌধুরী জানান, একাধিক নিরাপত্তা ও অপরাধ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ইউএই এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে বর্তমানে পাকিস্তানি নাগরিকদের বেশিরভাগ শ্রেণির ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে না।
তিনি জানান, শুধুমাত্র কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারীরা এখনো ভিসা পাচ্ছেন। সাধারণ পাকিস্তানিদের ভিসা ইস্যু কার্যত কয়েক সপ্তাহ ধরেই বন্ধ রয়েছে।
সিনেট সদস্য এবং মানবাধিকার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সামিনা মুমতাজ জেহরিও বিষয়টি স্বীকার করে বলেন, পাকিস্তানি নাগরিকদের বড় অংশই এখন ইউএই ভিসার আবেদন করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। যারা সফল হচ্ছেন, তারাও নানা ধরণের কঠোর যাচাই-বাছাই ও ভোগান্তির মুখে পড়ছেন।
ইউএই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশের সময়সীমা জানায়নি। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সমাধানের জন্য আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা গেছে।
পাকিস্তানের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উদ্যোক্তা আসিম বেগ জানিয়েছেন, আমিরাতে পাকিস্তানিদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ উত্তরোত্তর বাড়ছে। সম্ভবত এ কারণেই পাকিস্তানিদের ভিসাপ্রদান স্থগিত রেখেছে দেশটি।
তিনি আরও বলেন, এর আগে পাকিস্তানিদের ভিসা প্রদানের জন্য আবেদনের সঙ্গে পুলিশের কাছ থেকে চারিত্রিক সনদপত্র বাধ্যতামূলক করেছিল আমিরাত। তবে ইসলামাবাদে আমিরাতের দূতাবাসের এক ঊর্ধ্বতন কূটনীতিক পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডন-কে বলেছেন, পাকিস্তানের নাগরিকদের ভিসার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই।
পাকিস্তান ও আরব আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আছে। আমিরাত মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার এবং রেমিট্যান্সের প্রধান উৎস। আমিরাতে যেসব দেশের অভিবাসীরা স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের মধ্যে পাকিস্তানিরা শীর্ষে।
প্রতি বছর ইসলামাবাদে আমিরাতের দূতাবাসে প্রতি বছর ভ্রমণ ও কর্মভিসার জন্য আবেদন করেন গড়ে ৮ লাখেরও বেশি পাকিস্তানি।
সূত্র : ডন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



