পাকিস্তানি অভিনেত্রী মিশি খানের ৩৩ সেকেন্ডের ভিডিও ভাইরাল

পাকিস্তানি অভিনেত্রী মিশি খান

পাকিস্তানি টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মিশি খান। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এই অভিনেত্রী টেলিভিশনে লাইভ শো চলাকালে সোফায় বসে সেলফি তোলার চেষ্টা করছিলেন। কিন্তু সেলফি তোলার সময় ভারসাম্য হারিয়ে সেখান থেকে পড়ে যান। এ সময় তার মোবাইল ফোনও হাত থেকে পড়ে যায়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

পাকিস্তানি অভিনেত্রী মিশি খান

অভিনেত্রী মেঝেতে পড়ে যাওয়ার পর তাকে একজন কর্মী তোলার জন্য কাছে ছুটে যান। আর নিজেকে ঠিক করে নিয়ে মিশি খান কর্মীদের বলেন, আমাকে হেল্প করার জন্য তাড়াহুড়ো করবেন না।

এদিকে তার সোফা থেকে পড়ে যাওয়ার ভিডিওটি সোশ্যালে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটিজেনদের। তারা প্রিয় অভিনেত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। কেউ কেউ আবার তার পড়ে যাওয়া নিয়ে রসিকতাও করেছেন।

প্রসঙ্গত, মিশি খান একজন পাকিস্তানি টেলিভিশন উপস্থাপক এবং টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। পিটিভির নাটক ‘আরোসা’তে উরুসা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে খ্যাতি লাভ করেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম ধারাবাহিক।

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

এ ছাড়াও পিটিভির অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি; যা তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দিয়েছে। আবার মাহিয়া নামে একটি গানেও কণ্ঠ দিয়েছেন এ অভিনেত্রী।