Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কয়েকজন প্রশিক্ষিত কমান্ডো ভারতের জলসীমায় ঢুকে হামলা চালাতে পারে এই খবরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভারতের গুজরাট এলাকায়।
ভারতের নিরাপত্তা বাহিনী ধারণা করছে তারা পাকিস্তানের হারামি নালা গিরিখাত দিয়ে ভারতের কুচ উপসাগর এলাকায় প্রবেশ করেছে।
এই সংবাদের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভারতের গুজরাটের বান্দ্রা বন্দর এলাকাতে।
কোস্ট গার্ড জানিয়েছে, যে কয়েকজন কমান্ডো ভারতে প্রবেশ করেছে তারা পানির নিচে আক্রমণের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত।
কোস্টগার্ড ওই এলাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠনকে নিরাপদে থাকার পরামর্শ দিয়ে বলেছে, সেখানে সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে দ্রুত কোস্ট গার্ডকে জানাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।