পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রাস্তার ধারে এক যুবতীর নাচ অনুশীলনের ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে। পাকিস্তানের এক পুরুষ নাগরিক ভিডিওটি মোবাইলে ধারণ করে টুইটারে ছেড়ে দেয়। তার ক্যাপশন পড়ে বোঝা যাচ্ছে তিনি এ ঘটনায় ভীষণ ক্ষুব্ধ।
ক্যাপশনে পোস্টদাতা বলেন, এটি একটি লো বাজেট নাচ অনুশীলন। ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের রাজধানীতে এ ধরনের ঘটনা ঘটা দুঃখজনক। এ জন্যই কি এ রাষ্ট্র স্বাধীন হয়েছিলো?
পাকিস্তানের সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে অনেক আলোচনা হয়। বেশ বিতর্কের জন্ম দেয় এ নাচের বিষয়টি। অনেকে মনে করেন, এখানে অন্যায় কোন ঘটনা ঘটেনি। ঐ নারীকে নিয়ে এ ধরনের মন্তব্য তাকে অপমান করার শামিল। বিষয়টি ন্যায়ের চোখে দেখা হচ্ছে না।
পোস্টদাতা পোস্টে পুলিশ অফসের আইডি জুড়ে দেন ও তাদের অনুরোধ করেন ঐ নারীর বিরুদ্ধে যেনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে ইসলামাবাদের পুলিশ স্টেশন শুরতে তদন্ত করলেও বিষয়টি তেমন গুরুত্ব সহকারে নেয়নি। এখানে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি।
তবে ঐ ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা জানান, এই নারী সুস্থ মস্তিষ্কের নারী ছিলেন না।
A girl is bluntly enjoying low budget pole dance in I-8 Markaz Isd. the capital of Islamic Republic of Pakistan. is this what, the Pakistan’s independence meant to be?@ImranKhanPTI @CMShehbaz @OfficialDGISPR #امپورٹڈ_حکومٹ_نامنظور #الیکشن_کمشنر_استعفی_دو #AamirLiaquatHussain pic.twitter.com/7qR9QBpKxG
— Zain Rebel (@ZainRebel777) May 17, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।