পাকিস্তানি পুরুষদের নিয়ে ব্রিটিশ মন্ত্রীর মন্তব্য, সমালোচনার ঝড়
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ব্রিটিশ পাকিস্তানি পুরুষদের গ্রুমিং গ্যাংয়ের (নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে অপব্যবহার) সদস্য হিসেবে মন্তব্য করেন সাবেক ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান। তিনি আরও বলেন, ইংরেজ মেয়েদের পিছু নেওয়া, ধর্ষণ, মাদকদ্রব্য সেবন ইত্যাদির সঙ্গে তারা জড়িত। সুয়েলা ব্র্যাভারম্যানের এই মন্তব্য ব্রিটেনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এবং সারাবিশ্ব থেকে সমালোচনা উঠছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।
ব্রেভারম্যান ধীরে ধীরে হলেও ব্রিটিশ মন্ত্রিসভায় একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। স্কাই নিউজ তার একটা সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে তিনি জোর দিয়ে বলেন, শ্বেতাঙ্গ ইংরেজ মেয়েরা প্রায়শই ব্রিটিশ পাকিস্তানিদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। তারা গ্যাং কালচারে আসক্ত এবং অপরাধে জড়িত। শিশু নির্যাতন নেটওয়ার্কে পাকিস্তানি পুরুষরা জড়িয়ে পড়েছে।
সমালোচকরা ব্রেভারম্যানের বিরুদ্ধে জাতিগত উত্তেজনা সৃষ্টির অভিযোগ তুলেছেন। শরণার্থী দাতব্য সংস্থা পজিটিভ অ্যাকশন ইন হাউজিং এর সিইও রবিনা কুরেশিসহ অনেকেই তার মন্তব্যের নিন্দা করেছেন৷ কুরেশি ব্রিটিশ মন্ত্রীকে পাকিস্তানি সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এবং ব্রেভারম্যানের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন।
ব্রেভারম্যানের অভিযোগ, নির্যাতনের ক্ষেত্রে শিশুদের রক্ষায় পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর একটি। রাষ্ট্রীয় সংস্থাগুলো এসব অপব্যবহার দেখেও যেন দেখছে না।
ব্রিটিশ দাতব্য সংস্থা রেড কালেক্টিভ ব্র্যাভারম্যানের মন্তব্যের নিন্দা করেছে। তারা বলেছে, ব্রেভারম্যানের মন্তব্য অ-শ্বেতাঙ্গদের লক্ষ্য করে করা হয়েছে। বিশেষ করে পাকিস্তানিদের পৈশাচিকভাবে উপস্থাপন করা হয়েছে। ব্রিটিশ রাজনীতিতে বর্ণবাদ মোকাবেলার আহ্বান জানিয়েছেন তারা।
কুরেশি বলেন, ব্রেভারম্যানের মন্তব্য মিথ্যা। কারণ গবেষণার তথ্যের সঙ্গে তার বক্তব্যের মিল নেই। গবেষণার তথ্য হলো, শিশুদের ওপর নির্যাতনকারীদের বেশিরভাগের বয়স ৩০ বছরের কম এবং তারা শ্বেতাঙ্গ পুরুষ।
ব্রেভারম্যানের নিন্দা জানিয়ে কুরেশি বলেন, যুক্তরাজ্যে বসবাসকারী ব্রিটিশ পাকিস্তানিদের জন্য তার মন্তব্য গুরুতর আপত্তিকর। তিনি এমন সময় বক্তব্যগুলো দিয়েছেন, যখন স্কটল্যান্ডে একজন পাকিস্তানি বংশোদ্ভূত (হুমজা ইউসুফ) প্রথম মন্ত্রী নির্বাচিত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।