জুমবাংলা ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। কিন্তু ৬ মাস পরে পুনরায় তাকে টি-টোয়েন্টিতে নেতৃত্বে ফিরিয়ে আনা হয়। তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েন বাবর। শেষ পর্যন্ত নেতৃত্ব থেকে সরে দাড়ান তিনি। এতদিন সেখানে কে হবেন বাবরের উত্তরসূরী তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। অবশেষে সাদা বলের ক্রিকেটে অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাদা বলের ক্রিকেটের অধিনায়কের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান।
উইকেটরক্ষক ও ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। তার প্রথম অ্যাসাইনমেন্ট অষ্ট্রেলিয়া সফর। যেখানে পাকিস্তান তিন ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এর আগে এদিন দুপুরে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরের চারটি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাবর, শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে ফেরানো হয়েছে। এদের তিনজনকেই এক সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টেস্টের দল থেকে বাদ দেয়া হয়েছিল। তবে জিম্বাবুয়ের সফরে তাদের দলে রাখা হয়নি।
ওয়ানডে বিশ্বকাপের পর বাবর নেতৃত্ব ছাড়ায় টি-টোয়েন্টির অধিনায়ক করা হয় শাহিন আফ্রিদিকে। কিন্তু তিনি সাফল্য পাননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে ছেঁটে ফেলা হয়।
এদিকে পাকিস্তানের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ফখর জমান। বাবরকে টেস্ট দল থেকে বাদ দেয়ার পর বোর্ডের সমালোচনা করেছিলেন তিনি। সেই কারণেই ফখরকে বাদ দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।