অবশেষে দীর্ঘ দশ বছর পর পাকিস্তানের রাজধানী করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গড়াল ওয়ানডে ম্যাচ। আর সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বাবর আজমের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৫ রান সংগ্রহ করেছে স্বাগতিক পাকিস্তান।
এদিকে জাভেদ মিয়াঁদাদ, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ উল হক-এই কিংবদিন্তদের পেছনে ফেলে পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন বাবর আজম।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ১১তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর আজম। আর এই সেঞ্চুরির পথে দারুণ এক মাইলফলকও গড়েছেন তিনি।
এদিকে চলতি বছরে ১৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্যে ইতিমধ্যে ১ হাজার ৬১ রান করেছেন বাবর। এক বর্ষপঞ্জিতে এক হাজার ওয়ানডে রান তোলায় পাকিস্তানের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান এখন বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে ১৯৮৭ সালে ২১ ইনিংসে এক হাজার রান পূর্ণ করে রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান এবং সাবেক কোচ জাভেদ মিয়াঁদাদ। দুই ইনিংস কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন বাবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।