আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পাকিস্তানের বিপক্ষে গুজব ছড়াচ্ছে বিজেপি সরকার। পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে শনিবার এমন মন্তব্য করেন ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস নেতা শারদ পাওয়ার।
তিনি বলেন, ‘পাকিস্তানের জনগণ প্রকৃতপক্ষে অনেক সুখে আছে। কেন্দ্রীয় সরকার নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য পাকিস্তানের শাসন ব্যবস্থাকে না বুঝে প্রশ্নবিদ্ধ করছে। ভারত সরকারের গুজবের কারণে এদেশের জনগণ মনে করে, পাকিস্তানে নাগরিকেরা শোষণ ও নিপীড়নের শিকার হচ্ছে। কিন্তু এটা সত্য নয়।’
কিছুদিন আগে এই নেতা প্রতিবেশী রাষ্ট্রে বেড়াতে যান। শনিবার দেশে ফিরে তাদের আতিথেয়তায় নিজের মুগ্ধতা জানাতে শারদ বলেন, ‘আমি প্রায়ই বিভিন্ন কাজে পাকিস্তান যাই। তাদের লোকেরা আমাদের নিজেদের আত্মীয়ই মনে করে। ভারতেও তাদের অনেক আত্মীয় আছে, কিন্তু তারা তাদের দেখতে আসতে পারেন না। তাই যখন কোন ভারতীয় তাদের দেশে বেড়াতে যান, তাকে তাদের আত্মীয়ই মনে হয়।’
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কে তিক্ততা নতুন করে বাড়তে থাকে। এ ঘটনাকে কেন্দ্র করে বালাকোটে ভারতীয় সেনারা বিমান হামলা চালায়।
এছাড়া ৩১ আগস্ট জম্মু ও কাশ্মীরের স্বায়ত্বশাসন রদকে কেন্দ্র করে দু-দেশের বিপরীতমুখী অবস্থান নতুন করে ঘি ঢালে জলন্ত আগুনে। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘটনাকে ভারত সরকার নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করে। পাকিস্তান সেই দাবি নাকচ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ইস্যুটি উত্থাপন করছে।
সূত্র : এএনআই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।