স্পোর্টস ডেস্ক: প্রায় তিন বছর ধরে ব্যাট হাতে সেঞ্চুরি করতে পারছেন না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে জাদুকরী তিন অঙ্ক ছুঁতে পেরেছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এরপর থেকে খেলা ৬৮ ম্যাচে ২৫টি ফিফটি করলেও পাননি সেঞ্চুরির দেখা।
তবে রানের সেঞ্চুরি থেকে দূরে থাকলেও, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলেই একটি অন্যরকম সেঞ্চুরি অবধারিত কোহলির। সেটি হবে তার ক্যারিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এই ফরম্যাটে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলেছেন কোহলি। রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তার শততম হতে চলেছে।
শুধু শততম টি-টোয়েন্টি ম্যাচ বলেই নয়, এর মাহাত্ম্য রয়েছে আরও। ভারতের প্রথম ও বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই একশ ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন কোহলি। তার আগে এ কৃতিত্ব দেখাতে পেরেছেন শুধুমাত্র সাবেক কিউই তারকা রস টেলর।
অবসরের আগে ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে ও ১০২টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টেলর। যেখানে ৪০ সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজারের বেশি রান করেছেন নিউজিল্যান্ডের এ সাবেক অধিনায়ক। তিনি ছাড়া আর কেউই তিন ফরম্যাটে আলাদা আলাদা ম্যাচের সেঞ্চুরি করতে পারেননি।
রবিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের একাদশে কোহলির থাকা নিশ্চিতই বলা চলে। আর মাঠে নামলেই অনন্য সেঞ্চুরিটি করে ফেলবেন ভারতের এ সাবেক অধিনায়ক। যার ফলে এতোদিন একা থাকা টেলরও একজন সঙ্গী পাবেন।
এখন পর্যন্ত ১০২ টেস্টে ২৭ সেঞ্চুরিতে ৮০৭৪ ও ২৬২ওয়ানডেতে ৪৩ সেঞ্চুরিতে ১২৩৪৪ রান করেছেন কোহলি। কুড়ি ওভারের ফরম্যাটে খেলা ৯৯ ম্যাচে সেঞ্চুরির দেখা পাননি, সর্বোচ্চ সংগ্রহ ৯৪ রান। সবমিলিয়ে ৩০টি ফিফটির সাহায্যে এই ফরম্যাটে কোহলির সংগ্রহ ৩৩০৮ রান।
উল্লেখ্য, এখনও খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে তিন ফরম্যাটেই ম্যাচের সেঞ্চুরির একটি সম্ভাবনা রয়েছে মুশফিকুর রহিমের। তিনি এখন পর্যন্ত খেলেছেন ২৩৬টি ওয়ানডে ও ১০০টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ। টেস্ট ক্রিকেটে তার ম্যাচ সংখ্যা ৮২টি। অবসরের আগে ১৮টি ম্যাচ খেলতে পারলেই টেলর-কোহলিদের ক্লাবে যোগ দেবেন তিনি।
এছাড়া মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এর বাইরে তিনি খেলেছেন ৬৩টি টেস্ট ও ২২১টি ওয়ানডে ম্যাচ। সাকিব-মুশফিক ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০ ম্যাচ খেলা অন্য বাংলাদেশি হলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।