স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের ১৯৯২ সালের আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালে খেলেও হেরে যায় পাকিস্তান। পরের আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। শুধু বিশ্বকাপজয়ই নয়, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতে নেয় পাকিস্তান।
আইসিসির তিনটি শিরোপা জয় করা পাকিস্তানের বর্তমান দলের ব্যাটিং দেশে বুঝার উপায় নেই পাকিস্তান সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে খুবই নাজেহাল অবস্থায় পাকিস্তানের।
চরম বাজে ব্যাটিংয়ের কারণেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরে চলতি বিশ্বকাপের মিশন শুরু করে পাকিস্তান। এরপর ভারতকে ১১৯ রানে থামিয়েও বলে বলে এক রান করে নিতে পারেনি ভারত। নিজেদের বাজে ব্যাটিংয়ের কারণে টানা দুই ম্যাচে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্ম আমির ও হারিস রউফের গতির মুখে পড়ে ৯ উইকেটে ১০৬ রানে ইনিংস গুটায় আয়ারল্যান্ড।
১২০ বলে ১০৭ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান করা পাকিস্তান, এরপর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়।
তবে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক বাবর আজম। তিনি পঞ্চম ওভারে ব্যাটিংয়ে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তার আগে ৩৪ বলে দুই বাউন্ডারিতে ৩৪ রান করেন বাবর আজম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।