স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের দারুণ ধারাবাহিক এক ব্যাটসম্যান বাবর আজম। পাকিস্তানের ওয়ানডে আর টি-টোয়েন্টি অধিনায়কের ব্যাটে যেন সবসময়ই লেগে থাকে রানের ফল্গুধারা। তাই পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেই প্রশংসা কুড়িয়েছেন সাবেক গ্রেট ক্রিকেটারদের। অনেকে তাকে তুলনা করেন বিরাট কোহলির সাথেও।
পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লতিফ বলেছেন, আমার খেলোয়াড়ি জীবনে পাকিস্তানের অনেক গ্রেট প্লেয়ার দেখেছি। তাদের সবার চেয়ে এগিয়ে বাবর আজম।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রশিদ লতিফ বলেছেন, আমার ক্রিকেট ক্যারিয়ারে বোলিংয়ে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, সাকলাইন মুশতাক এবং মুশতাক আহমেদকে দেখেছি। ব্যাটিংয়ে জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম-উল হক, মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনোয়ার এবং ইউনিস খানকেও দেখেছি। কিন্তু বাবর আজম এদের সবার চেয়ে এগিয়ে।
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনি খেলছেন ৫০+ গড়ে, টেস্টেও রয়েছে ৪৫ গড়। এখনও পর্যন্ত খেলা ১৩৮ আন্তর্জাতিক ম্যাচে ১৪ সেঞ্চুরি ও ৪১ ফিফটিতে ভর করে ৬৬৮০ রান করেছেন বাবর। এই পারফরম্যান্সের ভিত্তিতেই বাবর আজমকে সবার চেয়ে এগিয়ে রাখলেন রশিদ লতিফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।