আসলে আজ বৃশস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষা দিবস। সেই উপলক্ষ্যে পাকিস্তানি সাংবাদিক নাইলিয়া ইনায়াত একটি ভিডিও পোস্ট করেন। তাতে স্পষ্ট বোঝানো হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে এবং তাতে ভারত হেরে গিয়েছে।
ভিডিওটিতে দেখানো হচ্ছে, ‘২০২৫ সালে শ্রীনগরের একটি মাঠে ট-২০ ফাইনালে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি। ধারাভাষ্যকার বলছেন, বাবর আজমের সঙ্গে ওপেন করবেন বিরাট কোহলি। এরপরের দৃশ্যে দেখা যাচ্ছে, একটি বাড়িতে মেয়ে এবং বাবা বসে সেই ম্যাচ দেখছেন। মেয়ে বলছে, দেখবে আজ বিরাট ম্যাচ জেতাবে। তখন বাবা জিজ্ঞাসু চোখে জিজ্ঞাসা করে, বিরাট কোহলি আগে ভারতের হয়ে খেলত না। জবাবে ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে মেয়েটিকে বলতে দেখা যায়, কে ভারত?’
এদিকে, ভিডিওটি পোস্ট করতেই নেটিজেনরা সেটি নিয়ে ঠাট্টা করতে শুরু করে দেন। একজন তো লিখেই বসেন, ‘২০২৫ সালে বসে ৩০ বছর পুরনো টিভিতে খেলা দেখছে। এটা কী রকম ব্যাপার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।