Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের গোলযোগপূর্ণ প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় শনিবার (২৮ জুন) এক আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা নিহত ও বেসামরিক নাগরিকসহ ২৯ জন আহত হয়েছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার এক স্থানীয় সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে একটি সামরিক গাড়িকে ধাক্কা দেয়। ফলে বিস্ফোরণে ১৩ সেনা নিহত হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, এ হামলায় ১০ সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিকসহ মোট ২৯ জন আহত হয়েছেন।
জেলায় নিযুক্ত এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়েছে। এতে ছয় শিশু আহত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।