পাকিস্তানে ফল কিনে ‘সব হারালেন’ ইলন মাস্ক, মিম ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন ধনকুবের ইলন মাস্কের ছবি দিয়ে বানানো বেশকিছু মিম ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, পাকিস্তানের রাস্তায় একা একা হাঁটছেন মাস্ক আর চোখে মুখে ফুটে উঠেছে ‘গরিবি ছাপ’।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, মিম হিসেবে ভাইরাল হওয়া এসব ছবিতে বলা হচ্ছে পাকিস্তানে এসে কিছু ফল কিনতেই মাস্কের এই দশা হয়েছে! দক্ষিণ এশিয়ার দেশটিতে চলমান অসহনীয় মূল্যস্ফীতি বোঝাতেই এ পন্থার আশ্রয় নিয়েছেন নেটিজেনরা।

অতিরিক্ত মূল্যস্ফীতির কারণে পাকিস্তানে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। এতে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। অতিরিক্ত দামের কারণে অনেকে নিত্যপণ্য বর্জনের ডাকও দিচ্ছেন।

তবে এমন কঠিন পরিস্থিতিতেও কৌতুকের মাঝে আনন্দ খুঁজছেন সাধারণ মানুষ। হয়তো সেটা তাদের সীমাহীন দুঃখ ভুলতেই। মাস্কের সম্পাদনা করা ছবিটিও তেমনই একটি কৌতুক।


পবিত্র রমজানে ফল দিয়ে তৈরি সালাদ পাকিস্তানে বেশ জনপ্রিয় খাবার। কিন্তু এবার ফলের দাম অত্যন্ত বেশি হওয়ায় সাধারণ মানুষ সালাদ খেতে পারছেন না। এই পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ইলন মাস্কের ‘গরিবি হালের’ ছবি শেয়ার করে একজন টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানে সালাদ তৈরির জন্য ফল কেনার পর ইলন মাস্কের অবস্থা!’

মুহূর্তেই এ ছবিটি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে যায়। ছবির নিচে আরেকজন মজা করে লিখেছেন, ‘মাস্ক হয়তো পাকিস্তানের মানুষদের অবস্থা বোঝার জন্য ছদ্মবেশে ঘুরছেন। আমি সব সময়ই বিশ্বাস করি মাস্ক একজন সহৃদয়বান ও মহানুভব ব্যক্তি।’


আরেকজন ইয়ার্কি করে লিখেছেন, ‘এলন খান’। মিমটির অনেক ভার্সন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। একটিতে দেখানো হয়েছে পাকিস্তানে এসে ফল কেনার পর মাস্কের স্বাস্থ্যহানি ঘটেছে।

রুটি বিক্রি করে শখের আইফোন-১৪ কিনল কিশোরি জেমি!