আন্তর্জাতিক ডেস্ক : শারজাহ থেকে হায়দরাবাদের উদ্দেশে ছেড়ে আসা একটি ইন্ডিগো বিমান যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে।
রোববার সকালে এ ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। ঠিক কী ত্রুটি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে যান্ত্রিক ত্রুটি নজরে আসার পরই শারজাহ-হায়দরাবাদ বিমানটিকে করাচিতে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। বিমানের যাত্রীদের হায়দরাবাদে ফেরাতে অন্য একটি বিমান করাচিতে পাঠানো হয়েছে।
গত দু’সপ্তাহে এ নিয়ে ভারতের দু’টি বিমান জরুরি কারণে করাচি বিমানবন্দরে অবতরণ করছে। গত ৫ জুলাই দিল্লি-দুবাইগামী স্পাইসজেটের বিমান করাচি বিমানবন্দরে নেমেছিল। সে বারও যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
সূত্র : আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।