Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার দেশটির পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার সাদিকাবাদ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা হাসান ইকবাল জানান, ওই অঞ্চলে বিমানটি থেকে কীটনাশক ছিটানো হচ্ছিল। এ সময় বিমানটিতে পাইলট ও দেশটির খাদ্য রক্ষা বিভাগের একজন প্রকৌশলী ছিলেন। দুর্ঘটনায় বিমানটিতে থাকা দুইজনই নিহত হয়েছেন বলে তিনি জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা গেছে। বিমানটির পাইলট শোয়েব মালিক এবং অপরজন হলেন কেন্দ্রীয় খাদ্য শস্য বিভাগের ইঞ্জিনিয়ার ফাওয়াদ বাট।
গত কয়েকমাস ধরে খাদ্য শস্যতে পোকার ব্যাপক আক্রমণ বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।