পাকিস্তানে বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। রাভি, সুলতাজ ও চেনাব নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে ৪ হাজারেরও বেশি গ্রাম। স্থানীয় গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ।
চেনাভ নদীর পানি বেড়ে মুলতান ও মাজাফ্ফরগড় জেলায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। শনিবার মুলতান জেলায় জরুরি উদ্ধারকাজে ব্যবহৃত একটি নৌকা ডুবে প্রাণ গেছে ৫ জনের। এতে ২৬ জুন থেকে শুরু হওয়া বন্যায় প্রাণহানির সংখ্যা প্রায় ৯শ’তে পৌঁছেছে।
এদিকে বন্যাকবলিতদের সহায়তায় কর্তৃপক্ষ ইতিমধ্যে ৪ শতাধিক ত্রাণ ক্যাম্প স্থাপন করেছে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।