Advertisement
স্পোর্টশ ডেস্ক : পাকিস্তান ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক হতে যাচ্ছেন শীর্ষ ব্যাটসম্যান বাবর আজম। ইতোমধ্যেই টি-২০ দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে।
গত অক্টোবরে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) সরফরাজকে টেস্ট ও টি-২০ দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়। বিস্ময়করভাবে টেস্ট অধিনায়ক হিসেবে আজহার আলী এবং সংক্ষিপ্ত ভার্সনে বাবর আজমকে বেছে নেয়।
তবে তাৎক্ষনিকভাবে দলের সামনে কোন ওয়ানডে ম্যাচ না থাকায় সে সময় অধিনায়ক হিসেবে কারো নাম ঘোষনা করেনি পিসিবি। পাকিস্তান দলের পরবর্তী ৫০ ওভারের একটি ম্যাচ রয়েছে-৩ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে। সূত্র : বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।