পাকিস্তানে ড্রোন হামলা করেছে ভারত। এই হামলায় তাৎক্ষনিক বন্ধ করে দেওয়া হয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এরপর ঘোষণা আসে তা নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
এদিকে পিএসএলে খেলতে পাকিস্তান সফরে ছিলেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তখন দুজনেই বাংলাদেশে ফিরে আসতে চেয়েছিলেন। তবে নতুন খবর, বাংলাদেশে নয়, পিএসএলের বাকি অংশ খেলতে দু’জনেই পাড়ি জমাবেন সংযুক্ত আরব আমিরাতে।
বৃহস্পতিবার বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার পর বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সাথে দেখা করে দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন রিশাদ-রানাসহ বেশ কিছু বিদেশি ক্রিকেটার। এদিকে বিসিবিও উদ্বেগ প্রকাশ করেছিল।
তবে এরপরই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আরব আমিরাতে স্থানান্তর করার খবর আসে। পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএল-এর লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের সব ম্যাচ আরবা আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও দিনক্ষণ জানায়নি পাক বোর্ড।
এই ঘোষণার ফলে দলগুলোর প্রতিটি সদস্যকে এখন নিয়ে যাওয়া হবে আমিরাতে। নাহিদ রানা-রিশাদরাও সেই বিশেষ বিমানে করেই যাবেন সেখানে। আমিরাতে খেলা হওয়ার ফলে নিরাপত্তা নিয়েও এখন আর ভাবনা নেই। ফলে সেখানে খেলতেও আপত্তি নেই নাহিদ রিশাদদের। দুজনে টুর্নামেন্ট শেষ করেই ফিরবেন বাংলাদেশে।
এদিকে পিএসএলের ম্যাচের টিকিটধারীদের রিফান্ডের নিশ্চয়তা দিয়েছে পিসিবি। যারা ভিআইপি গ্যালারি বা এনক্লোজার টিকিট কিনেছেন, তারা নির্ধারিত টিসিএস এক্সপ্রেস সেন্টার থেকে রিফান্ড সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কেনা ব্যক্তিদের অর্থ স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে ফেরত যাবে।
এবারের পিএসএলে বাংলাদেশ থেকে তিন জন সুযোগ পেয়েছিলেন খেলার। করাচি কিংসের হয়ে ডাক পেয়েছিলেন লিটন দাস। তবে তিনি চোট পাওয়ার ফলে পিএসএলে অভিষেকের আগেই দেশে ফিরে আসতে হয়। শুরু থেকে মাঠে ছিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে তিনি খেলেছেন ৫ ম্যাচে, তাতেই তুলে নিয়েছেন ৯ উইকেট, একটা সময় তো পিএসএলের সেরা বোলার হওয়ার দৌড়েও ছিলেন তিনি।
এদিকে নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলতে গেছেন একটু পরে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট খেলে তারপরই তিনি পাকিস্তানে যান। তবে সেখানে গেলেও তার অভিষেক হয়নি এখনো। অভিষেকের অপেক্ষা নিয়েই তিনি চড়বেন আমিরাতের বিমানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।