স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোপের্ব ঘোষিত ১৫ সদস্যের পাকিস্তান দলে কোচ চমক ছিলো না। তবে বিশ্বকাপের আগে পূর্ব ঘোষিত দলে পরিবর্তন এনে চমক দেখিয়েছে পাকিস্তান।
পূর্বে ঘোষিত স্কোয়াডে থাকা আজম খান, খুশদিল শাহ এবং মোহাম্মদ হাসনাইনকে বাদ দিয়ে সরফরাজ আহমেদ, ফখর জামান এবং হায়দার আলীকে দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান।
পূর্বের স্কোয়াডে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন ফখর। এবার বিশ্বকাপের চূড়ান্ত দলে নেয়া হয়েছে ফখরকে। ফখরের জায়গায় রিজার্ভ দলে চলে গেছেন খুশদিল শাহ।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট জাতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্সের বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পেলেন সরফরাজ, হায়দার এবং ফখর। এমনটাই জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।
তিনি বলেন, ‘জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরমেন্স বিবেচনা করে এবং টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দলে হায়দার আলি, সরফরাজ আহমেদ এবং ফখর জামানকে অন্তর্ভুক্ত করেছি।’
পূর্বে ঘোষিত দলে থাকলেও, মূল স্কোয়াড থেকে বাদ পড়া আজম-খুশদিল ও হাসনাইনের জন্য সমবেদনা জানিয়েছেন ওয়াসিম।
ওয়াসিম বলেন, ‘অবশ্যই আজম, খুশদিল এবং হাসনাইনের জন্য খুবই কঠিন পরিস্থিতি। কিন্তু তাদের ক্যারিয়ারে অনেক সুযোগ আসবে। আমাদের ভবিষ্যত পরিকল্পনায় রয়েছে তারা। ২০২২এ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা খেলবে বলে আশা করি।’
তবে জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে মেলে ধরেও নির্বাচকদের নজর কাড়তে পারেননি মালিক। ৬ ইনিংসে এক ফিফটিতে ২২৫ রান করেছেন তিনি। গড় ৭৫ ও স্ট্রাইক রেট ১৪৯।
এদিকে, দলে থাকা সোয়াইব মাকসুদকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ৩৪ বছর বয়সী এই মিডল-অর্ডার ব্যাটসম্যান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সময় ইনজুরিতে পড়েন। পিসিবির চিকিৎসকরা মাকসুদকে পর্যবেক্ষণে রাখছেন।
আগামী ২৪ অক্টোবর চিরপ্রন্দ্বিন্দি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশ শুরু করবে পাকিস্তান।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সোয়াইব মাকসুদ, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, হায়দার আলি ও সরফরাজ আহমেদ।
রিজার্ভ : উসমান কাদির, শাহনাওয়াজ দাহানি, খুশদিল শাহ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।