আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে পাঁচজন মারা গেছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দাবি, এই পাঁচ জন তার্ন তারান জেলার খেমকারান সীমান্ত দিয়ে দেশটিতে ঢোকার চেষ্টা করছিলেন। সীমান্তে টহল দেওয়ার সময়ে তাদের গতিবিধি নজরে আসে।
এক কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকতে দেখেই তাদের থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তার পরিবর্তে তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আত্মরক্ষায় পালটা গুলি চালান বিএসএফ জওয়ানরা।
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তবে অনুপ্রবেশকারীদের কোনো পরিচয় এখনও জানা যায়নি।
এর আগে বুধবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার হন্দওয়াড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ লস্কর-ই-তৈবা জঙ্গি নিহত হয় বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়।
নিহতদের একজন কাশ্মীর পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড লস্কর কমান্ডার।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সাড়ে ৭ মাসে এমন ২৬ ‘জঙ্গিকে’ এনকাউন্টারে মারা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।