
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সামনে সহজ হিসাব। জিতলেই টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যাবে দলটি। যেখানে চলতি বিশ্বকাপে ভারত, নিউজিল্যান্ডের মতো অন্যতম ফেবারিট দলকে হারিয়েছে বাবর আজমরা সেখানে নামিবিয়া স্রেফ উড়ে যাবে সেই বাজি ধরতেই পারেন দেশটির ক্রিকেটভক্তরা।
পাকিস্তানের কাছে নাকানি-চুবানি খেয়েছে আফগানিস্তানও। টানা তিন ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে এখন শোয়েব মালিকদের দল। তাই চতুর্থ ম্যাচে জিতে সেমিফাইনালের টিকিট কাটা এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।
এ সহজ সমীকরণ মেলাতে মঙ্গলবার রাত আটটায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামবে পাকিস্তান।
যদিও কোনো প্রতিপক্ষকেই দুর্বল ভাবছেন না বাবর আজমরা।
তবে বাবর আজম, মুহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, হাফিজ, আসিফ আলীর মতো ব্যাটার এবং শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফদের সাম্প্রতিক ফর্মই বলে দিচ্ছে পাকিস্তান আজকের ম্যাচে ফেবারিট।
Captain reviews Pakistan's thrilling win against Afghanistan.#WeHaveWeWill#T20WorldCup pic.twitter.com/wr2J8kjdNc
— Pakistan Cricket (@TheRealPCB) October 29, 2021
তবে যতই এগিয়ে রাখা হোক না কেন পাকিস্তানকে নামিবিয়াও কিন্তু একেবারে ফেলনা নয়। তা ছাড়া খেলা সন্ধ্যায় হওয়ায় টসও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।
গ্রুপ ২ এ তিন ম্যাচ জিতে পাকিস্তানের পয়েন্ট ছয়। দুই নম্বরে থাকা আফগানিস্তানের পয়েন্ট চার। তিন থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট দুই। চারে থাকা নামিবিয়ার পয়েন্টও দুই। তবে তারা রান রেটে পিছিয়ে আছে। গ্রুপের অপর দুই দল ভারত ও স্কটল্যান্ড এখনও কোনো ম্যাচ জিততে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


