পাকিস্তান ও সৌদি আরব ইতিহাস সৃষ্টি করে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইয়ামামা প্যালেসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই চুক্তিতে সই করেন। চুক্তির অধীনে, যে কোনো এক দেশের ওপর আক্রমণ হলে তা উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে এবং যৌথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দীর্ঘদিনের কৌশলগত, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা এবং ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়া পাকিস্তান-সৌদি সম্পর্ককে আরও শক্তিশালী করতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তি অনুযায়ী দুই দেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদারকরণ এবং যৌথ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। সফরের শুরুতেই শাহবাজ শরীফকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং সৌদি বিমানবাহিনীর যুদ্ধবিমান তাকে আকাশসঙ্গী হিসেবে সম্মান জানায়, যা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতীক।
শাহবাজ শরীফ সৌদি যুবরাজের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সৌদি বাদশাহ ও যুবরাজের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাল্টা শুভেচ্ছা জানান যুবরাজও। সফরে পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তাদের সঙ্গে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



