জুমবাংলা ডেস্ক : তথাকথিত মৌলবাদের প্রতিবাদ করে প্রশংসিত হয়েছেন বাংলাদেশ থেকে ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। কিন্তু এবার তিনি যেভাবে আলোচনায় আসলেন তা মেনে নিতে পারছেন না অনেকেই। এ জন্য সমালোচনার মুখে পড়তে হল সেলিব্রিটি সাহিত্যিককে।
মজা করতে গিয়ে পাকিস্তানের এক ক্রিকেটারকে অশ্লীল ভাষায় আক্রমণ করে বসলেন তসলিমা। যা নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। লর্ডসে অনুষ্ঠিত শুক্রবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়তো বেশ মন দিয়েই দেখেছেন তসলিমা। যতই হোক নিজের দেশের প্রতি একটা টান তো থাকেই।
যাই হোক, সেসময় হয়তো ব্যাট করছিলেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। বিশ্বকাপটা ফখরের জন্য খুব একটা ভাল যাচ্ছে না। শুক্রবারের ম্যাচটাও খুব একটা ভাল যায়নি তার। ৩১ বলে মোটে ১৩ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ফিরতে হয়েছে তাকে। সেসময় টুইট করে বসেন তসলিমা। যেখানে ফখরের নাম বিকৃত করে লেখা হয় ‘Fucker’। ইংরেজিতে এই শব্দটি যে গাল দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা কারও অজানা নয়। সেলিব্রিটি সাহিত্যিকের কাছ থেকে তাই এমন শব্দ প্রত্যাশা করেননি কেউ। স্বাভাবিকভাবেই তসলিমার সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।
What? His name is fucker? #CWC19
— taslima nasreen (@taslimanasreen) July 5, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।