আন্তর্জাতিক ডেস্ক : ধরুন, এটা ২০২৫ সাল। পাকিস্তানি জঙ্গিরা ভারতীয় পার্লামেন্ট হামলা চালিয়ে দেশটির বহু নেতাকে হত্যা করলো। জবাবে পাকিস্তানের আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। এরপরই দু দেশের মধ্যে শুরু হয়ে গেলো পরমাণু অস্ত্রের লড়াই।
বুধবার গবেষকদের এরকম একটি কল্পিত যুদ্ধের সম্ভবনা প্রকাশিত হয়েছে। পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সত্যিই যদি এরকম একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয়, তাহলে এই পারমাণবিক যুদ্ধে নিহত হবে দু দেশের মোট ১০ কোটি মানুষ।
Advertisement
সত্যিই যদি এমনটি হয় তাহলে বলতে হবে, বিশ্ব এর আগে এতবড় যুদ্ধ দেখেনি। আর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত বেশি মানুষ মারা যায়নি, যেমনটা মারা যাবে প্রতিদ্বন্দ্বি দেশ দুটির মধ্যকার পারমাণবিক যুদ্ধে।
সূত্র: সৌদি গেজেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।