Advertisement
জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের খোঁজপাড়া গ্রামের পার্শ্ববর্তী পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে)দুপুর দেড়টার দিকে প্রতিদিনের মত তারা পাগলা নদীতে গোসল যায়। কিন্তু গোসল করার একপর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। মৃত শিশুরা- ঐ গ্রামেরই আব্দুল মতিন কবিরাজের ছেলে শাহাদাত হোসেন নয়ন (১১) ও মোঃ মেসের আলীর ছেলে জিহাদ (১১)।
মোঃ সাদ্দাম হোসেন নামের এক স্থানীয় ব্যক্তি জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রতিদিনের মত তারা পাগলা নদীতে গোসল যায়। কিন্তু গোসল করার একপর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে এলাকাবাসী খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন বলে জানান তিনি।এদিকে শিবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই জিন্নাতআরা জানান বিষয়টি স্থানীয়রা থানায় অবগত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।