কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ দানবাক্স খোলা হয়েছে। সেই দানবক্সে পাওয়া গেলো এক চিরকুট। যে চিরকুটে লিখা রয়েছে, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’
চিরকুটে আরও লিখা আছে, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্দু।’

সাধারণত ৩ মাস পর পর খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় ১০টি দান বাক্স ও ৩টি সিন্দুক থেকে ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনা।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটি সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
দানবাক্স খোলার কার্যক্রম তত্ত্বাবধান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটি সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।
সাড়ে ৪ মাসেই পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ৩২ বস্তা টাকা
এর আগে, ৪ মাস ১২ দিন পর চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।