জুমবাংলা ডেস্ক : ক্রয়কৃত জমি লিখে নেওয়ার জন্য ১ লাখ টাকাসহ এক বৃদ্ধ রেজিস্ট্রি অফিসে যান। সুযোগ বুঝে প্রতারক চক্র তার পাঞ্জাবিতে গোবর লাগিয়ে দেন। ওই গোবর ধোয়ার জন্য কৌশলে তাকে পাশের মসজিদে নিয়ে যান। সেখানে তার পাঞ্জাবিতে পানি দেওয়ার সময় প্রতারকরা টাকা নিয়ে চম্পট দেয়।
বৃহস্পতিবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসে এভাবে প্রতারণার শিকার হয়েছেন এক বৃদ্ধ। তার নাম-ঠিকানা ও পরিচয় জানা যায়নি। তবে সামাদ নামে এক দলিল লেখক ওই বৃদ্ধের পরিচয় জানলেও তথ্য দিতে অস্বীকৃতি জানান।
দলিল লেখকরা জানান, জমি রেজিস্ট্রির জন্য সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার দুই দিন অফিস হয়। এজন্য অফিস চলাকালে জমি ক্রেতা ও বিক্রেতাদের ভিড় লেগে যায়। এ সুযোগে প্রতারকরা ওই বৃদ্ধের পাঞ্জাবিতে গোবর লাগিয়ে দেয়। পরে কৌশলে তার সম্পূর্ণ টাকা নিয়ে প্রতারকরা গা-ঢাকা দেয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারি সাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতারণার শিকার ওই ব্যক্তির নাম-ঠিকানা জানি না। শুনেছি গোবর পার্টি তার টাকা নেওয়ার পর কান্নাকাটি করে চলে গেছেন।
চিহ্নিত হয়েছে ‘দুর্বল’ ১০ ব্যাংক, তালিকায় প্রথম যে ব্যাংকের নাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।